Logo

আন্তর্জাতিক    >>   অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে

 

মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে প্রায় ৪০ মিনিটের একটি ভাষণ দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করে। এখানে শিক্ষার্থীরা ইসলামের বিভিন্ন বিষয় অধ্যয়ন করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আজ রাতে আমন্ত্রণ জানানো হয়।

এর আগে, ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে যোগ দেন তিনি। এরপর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়টিতে যান। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিকও সেখানে উপস্থিত ছিলেন।

ভাষণে তিনি তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ডি-৮ভুক্ত দেশগুলোর নেতাদের আহ্বান জানান।